Return Policy
🔁 রিটার্ন ও রিপ্লেসমেন্ট নীতি (Return & Replacement Policy)
আমরা চাই আপনি Mr Shoes থেকে কেনা প্রতিটি পণ্যেই সন্তুষ্ট থাকুন।
তবে কোনো কারণে আপনি সন্তুষ্ট না হলে নিচের শর্ত অনুযায়ী রিটার্ন বা রিপ্লেসমেন্টের সুযোগ রয়েছে।
🔹 ১. রিটার্নের সময়সীমা
পণ্য হাতে পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে আমাদের কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে হবে।
এর পর কোনো রিটার্ন আবেদন গ্রহণ করা হবে না।
🔹 ২. রিটার্নযোগ্য অবস্থায় পণ্য
রিটার্নের জন্য পণ্যটি অবশ্যই:
-
অব্যবহৃত ও অক্ষত থাকতে হবে
-
আসল প্যাকেট ও ট্যাগসহ ফেরত দিতে হবে
-
ব্যবহার বা ক্ষতিগ্রস্ত হলে রিটার্ন গ্রহণযোগ্য হবে না
🔹 ৩. রিটার্নের কারণ
রিটার্ন বা রিপ্লেসমেন্ট শুধুমাত্র নিম্নলিখিত কারণে গ্রহণযোগ্য:
-
ভুল পণ্য প্রাপ্তি
-
পণ্য ডিফেক্টেড বা ক্ষতিগ্রস্ত অবস্থায় পাওয়া
-
ভুল সাইজ বা রঙ পাওয়া
দ্রষ্টব্য: শুধুমাত্র মত পরিবর্তন বা ব্যক্তিগত পছন্দের কারণে রিটার্ন গ্রহণযোগ্য নয়।
🔹 ৪. রিটার্ন প্রক্রিয়া
রিটার্ন বা রিপ্লেসমেন্টের জন্য নিচের যেকোনো মাধ্যমে যোগাযোগ করুন:
📧 shak8145@gmail.com
📞 01752438176
আমাদের টিম আপনার অনুরোধ যাচাই করে প্রয়োজনীয় নির্দেশনা দেবে।
রিটার্ন কনফার্ম হওয়ার পর কুরিয়ার মারফত পণ্য ফেরত দিতে হবে।
🔹 ৫. রিফান্ড নীতি
যদি রিটার্ন অনুমোদিত হয় এবং পণ্য ফেরত যাচাই শেষে সঠিক পাওয়া যায়,
তাহলে ৭-১০ কর্মদিবসের মধ্যে রিফান্ড বা রিপ্লেসমেন্ট সম্পন্ন করা হবে।
রিফান্ড একই পেমেন্ট মেথডের মাধ্যমে প্রদান করা হবে।
🔹 ৬. Mr Shoes-এর সিদ্ধান্ত
রিটার্ন বা রিপ্লেসমেন্ট গ্রহণের চূড়ান্ত সিদ্ধান্ত Mr Shoes কর্তৃপক্ষের উপর নির্ভর করবে।
প্রয়োজনে আমরা নীতি সংশোধনের অধিকার রাখি।
Party Bags
Baby Shoes
Sneakers
Office Shoes
Tassels
Premium Shoes