- MR. Shoes

Terms & Conditions

📜 শর্তাবলি (Terms & Conditions)

Mr Shoes-এ স্বাগতম! আমাদের ওয়েবসাইট ব্যবহার করার মাধ্যমে আপনি নিচের শর্তগুলো মেনে নিচ্ছেন। অনুগ্রহ করে সাইট ব্যবহারের আগে এই শর্তগুলো ভালোভাবে পড়ে নিন।


🔹 ১. সাধারণ নিয়ম

এই ওয়েবসাইট ব্যবহারের মাধ্যমে আপনি আমাদের নীতি ও শর্তসমূহে সম্মতি প্রদান করছেন। Mr Shoes যেকোনো সময় এই শর্ত পরিবর্তনের অধিকার সংরক্ষণ করে, এবং পরিবর্তিত নীতি প্রকাশিত হলেই তা কার্যকর হবে।


🔹 ২. পণ্য ও মূল্য

ওয়েবসাইটে প্রদর্শিত সকল পণ্যের মূল্য ও বিবরণ যথাসম্ভব সঠিকভাবে প্রদর্শিত হয়।
তবে, ভুল মূল্য বা তথ্য প্রদর্শিত হলে Mr Shoes তা সংশোধনের অধিকার রাখে।
মূল্য এবং অফার যেকোনো সময় পরিবর্তিত হতে পারে, পূর্ব নোটিশ ছাড়াই।


🔹 ৩. অর্ডার ও ডেলিভারি

আপনার দেওয়া অর্ডার গ্রহণের পর আমরা ফোন বা এসএমএসের মাধ্যমে নিশ্চিত করি।
অর্ডার কনফার্ম হওয়ার পর বাতিল করা যাবে না।
ডেলিভারি সময় অঞ্চলভেদে ভিন্ন হতে পারে এবং অনিবার্য পরিস্থিতিতে কিছুটা বিলম্ব হতে পারে।


🔹 ৪. পেমেন্ট

আমরা ক্যাশ অন ডেলিভারি, বিকাশ, নগদসহ নির্ধারিত পদ্ধতিতে পেমেন্ট গ্রহণ করি।
অগ্রিম পেমেন্ট সম্পন্ন হলে তা ফেরতযোগ্য নয় যদি পণ্য ইতিমধ্যে পাঠানো হয়ে থাকে।


🔹 ৫. রিটার্ন ও রিপ্লেসমেন্ট

ভুল পণ্য বা ডিফেক্টেড পণ্য পেলে গ্রাহক ২৪ ঘণ্টার মধ্যে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন।
পণ্য অবশ্যই অব্যবহৃত, অক্ষত ও আসল প্যাকেজিংয়ে ফেরত দিতে হবে।
রিটার্ন বা রিপ্লেসমেন্টের চূড়ান্ত সিদ্ধান্ত Mr Shoes টিমের বিবেচনাধীন।


🔹 ৬. তথ্যের গোপনীয়তা

আমরা আপনার ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা করি। বিস্তারিত জানতে গোপনীয়তা নীতি (Privacy Policy) দেখুন।


🔹 ৭. মেধাস্বত্ব

এই ওয়েবসাইটে ব্যবহৃত সব ছবি, লেখা ও ডিজাইন Mr Shoes-এর মালিকানাধীন।
অনুমতি ছাড়া এসব কন্টেন্ট কপি, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনত দণ্ডনীয়।


🔹 ৮. যোগাযোগ

কোনো প্রশ্ন বা অভিযোগের জন্য যোগাযোগ করুন:
📧 shak8145@gmail.com
📞 01752438176